28 C
আবহাওয়া
৯:০৭ অপরাহ্ণ - অক্টোবর ৩, ২০২৩
Bnanews24.com
Home » ধামরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ধামরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ধামরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বিএনএ, সাভার : ঢাকার ধামরাইয়ে তানিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ধামরাই থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের টেটাইল (বালিয়া পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তানিয়া আক্তার (১৯) ধামরাইয়ের আমতা ইউনিয়নের বাউখন্ড গ্রামের ঠান্ডু মিয়ার মেয়ে। তার স্বামী রাজীব একই উপজেলার বালিয়া ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বামী রাজীব তার স্ত্রী তানিয়া আক্তারকে খুব ভালবাসতো। যেখানে কাজে যেতে বলতো সেখানেই কাজে যেত। সকালে রাজীব ও তানিয়া একসাথে ঠান্ডা ভাত (বাসী খাবার) খেয়ে লেবু বাগানে কাজে যায় রাজীব। পরে তানিয়ার মৃত্যুর খবর পেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে রাজীব। পরে স্ত্রীর মৃত্যুতে পুলিশের ঝামেলা হবে বলে ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায় রাজীব।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তানিয়া আক্তারের এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর ভালভাবেই চলছিল তাদের সংসার। হঠাৎ খবর পায় তানিয়া ফাঁসি দিয়ে মারা গেছে। তখন তানিয়ার মা-বাবা ও আত্মীয়স্বজন ছুটে আসে তার শ্বশুড় বাড়ি। এসে দেখে তানিয়ার মরদেহ পড়ে আছে ঘরের উঠানে।

নিহতের ফুফাতো ভাই জহিরুল ইসলাম বলেন, আমার মামাতো বোন অসুস্থ বা মারা গেছে এবিষয়ে তার শশুর বাড়ি থেকে কেউ জানায়নি। থার্ড পার্সন একজন আমার মামার মোবাইলে ফোন দিয়ে বলে তানিয়া ফাঁসি দিয়ে মারা গেছে। তখন আমরা খবর পেয়ে তানিয়ার শশুর বাড়ি চলে আসি। এসে দেখি হাতে পায়ে রশি দিয়ে বাঁধার দাগ। তাছাড়া যেখনে ফাঁসি দেওয়ার কথা বলে সেখানে ফাঁসি দেওয়া সম্ভব না। কারণ মাটির সাথে ঘরের আড়ার উচ্চতা অল্প। এছাড়া ঘরের আড়ায় মাকড়সার বাসা রয়েছে। সেখানে ফাঁসি দিলে মাকড়সার বাসা নষ্ট হয়ে যেত। আমাদের ধারণা আমার মামাতো বোনকে পরিকল্পিতভাবে খুন করেছে।

ধামরাই থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

বিএনএ /ইমরান খান, ওজি

Total Viewed and Shared : 1216 


শিরোনাম বিএনএ