বিএনএ, রাঙামাটি: মানুষ যেন ফিরছে শায়েস্তা খাঁ আমলে, ১ টাকায় চাল, চিনি ২ ও তেল ৩ টাকা করে মিলছে এ বাজারে। রাঙামাটিতে বঞ্চিত মানুষের জন্য এমন এক বাজারের আয়োজন করেছেন বিদ্যানন্দ ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি শহরের সাবরাঙ কমিউনিটি সেন্টারে পাঁচ টাকার এ ভিন্নধর্মী বাজারের আয়োজন করে তারা।
এতে সুবিধাভোগীরা ১০ টাকা দিয়ে তেল, চাল, ডাল, মাছ, মুরগী, পেঁয়াজ, লুঙ্গি, স্কুল ব্যাগসহ প্রায় ১৯টি পণ্য কিনতে পারছেন। একজনে ১০ টাকা দিয়ে পাচ্ছেন ৭০০ টাকা দামের প্রয়োজনীয় নিত্যপণ্য।

আয়োজকরা জানান, নিত্যপণ্যের উর্ধ্বগতিতে স্বল্প আয়ের মানুষের খুব কষ্ট হচ্ছে। তাছাড়া রাঙামাটিতে বন্যায় অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমন মানুষের মুখে হাসি ফুটাতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঁচ টাকার বাজারের কার্যক্রম। বিদ্যানন্দ ফাউন্ডেশনের তালিকাভুক্ত ৩০০ জন নিন্ম আয়ের মানুষ ১০ টাকার বিনিমিয়ে এসব পণ্য ক্রয় করছেন।
ক্রেতা সুকুমার চাকমা বলেন, এক টাকা করে ১ কেজি চাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, আলু, লবণ, ৩ টাকা দিয়ে লুঙ্গি এবং ২ টাকা দিয়ে এক প্যাকেট নুডলস কিনলাম। আমাদের মতো গরীব মানুষের এমন বাজার অনেক উপকার করছে।

ক্রেতা সমিতা তঞ্চ্যাঙ্গা বলেন, নিয়মিত যা আয় করি তা দ্রুত শেষ হয়ে যায়। এখানে এসে ১০ টাকা দিয়ে অনেক পণ্যদ্রব্য কিনতে পেরে আমি খুব খুশি।
আরও পড়ুন: নোয়াখালীতে মোটরসাইকেল চাপায় কিশোরের মৃত্যু
ক্রেতা পূর্ণিমা আকতার বলেন, যেখানে ৫০০-৬০০ টাকা দিয়ে হয়না সেখানে আমরা ১০ দিয়ে অনেক পণ্য নিতে পারছি। এটা খুব ভালো লাগছে। এমন বাজারের আয়োজন নিয়মিত করলে আমাদের জন্য অনেক উপকার হবে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, নিম্ন আয়ের মানুষ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেন স্বল্প দামে উৎসবমুখর পরিবেশে পণ্য ক্রয় করতে পারে এজন্য আমাদের পাঁচ টাকার বাজারের আয়োজন। এখানে পণ্যের সর্বোচ্চ মূল্য পাঁচ টাকা। এতে সুবিধাভোগীরা ১০ টাকা দিয়ে ৭০০ টাকার মতো পণ্যে পাচ্ছেন। তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন, বিএম /হাছিনা আখতার মুন্নী
Total Viewed and Shared : 1153