30 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - মে ১, ২০২৪
Bnanews24.com
Home » চীনে খামার থেকে পালিয়েছে ৭০টি কুমির

চীনে খামার থেকে পালিয়েছে ৭০টি কুমির


বিএনএ, বিশ্বডেস্ক : চীনে প্রবল ঝড়বৃষ্টির কারণে দেশটির এক খামার থেকে ৭০টির বেশি কুমির পালিয়েছে। দেশটির গুয়াংডং প্রদেশের মাওমিং শহরে একটি বাণিজ্যিক খামারে ঘটেছে এ ঘটনা।

মাওমিং কর্তৃপক্ষ বলছে, কুমিরগুলোর খোঁজ চলছে। কিন্তু সেখানে এত বেশি ঝড়বৃষ্টি হচ্ছে যে, ভালো করে খোঁজাও যাচ্ছে না। তারা যন্ত্রচালিত নৌকায় করে কুমিরগুলোর খোঁজ করছেন।

গত সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় হাইকুই। এতে দক্ষিণ চীন ও হংকং প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই বন্যায় পালিয়েছে কুমিরগুলো।

চায়না ন্যাশনাল রেডিও জানিয়েছে, কুমিরগুলো এখনো জলের ভেতরেই আছে। তাদের ধরা যায়নি।

এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কী পরিস্থিতিতে কুমির পালালো তা তদন্ত করে দেখা হচ্ছে। কতগুলো কুমির পালিয়েছে, তার ঠিক সংখ্যাও তাদের কাছে নেই।

বেইজিং নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কুমিরগুলো উদ্ধারে জরুরি বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।/হাছিনা আখতার মুন্নী

Loading


শিরোনাম বিএনএ