বিএনএ, সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজাভাঙা কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে মোহাম্মদ আলী (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সাগর উপকূলে মাদার স্টিল শিপব্রেকিং ইয়ার্ড নামের একটি জাহাজভাঙা কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী উপজেলার কুমিরা ইউনিয়নের জানে আলমের ছেলে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সকাল সাড়ে ৯টার দিকে স্ক্র্যাপ জাহাজের মালামাল কিনতে মোহাম্মদ আলী ওই কারখানায় যান। তিনি মালামাল দেখতেছিলেন। কাছেই কিছু শ্রমিক অক্সি–এসিটিলিন শিখার সাহায্যে জাহাজ কাটছিলেন। এ সময় একটি সিলিন্ডারের মুখ থেকে পাইপ খুলে যায়। এতে গ্যাসের উচ্চ চাপের কারণে সিলিন্ডার কয়েক পাক ঘুরে মোহাম্মদ আলীকে আঘাত করে। তিনি গুরুতর হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে।
বিএনএনিউজ/এইচ.এম।