29 C
আবহাওয়া
৩:২১ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ১৫৩মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ হল আফগানিস্তানে

১৫৩মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ হল আফগানিস্তানে

১৫৩মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ হল আফগানিস্তানে

বিএনএ,বিশ্ব ডেস্ক: তালেবানরা আফগানিস্তান দখল করার পর নিষেধাজ্ঞা ও আর্থিক সংকটে পড়ে দেশটির ২০টি প্রদেশের ১৫৩টি মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে  বেসরকারি টিভি চ্যানেল, রেডিও স্টেশন, পত্রিকা ও নিউজ পোর্টাল। খবর তোলো নিউজ।

আরও পড়ুন : পাঞ্জশি উপত্যকায় বেসামরিক জনগণকে হত্যা করছে তালেবান

সোমবার(১৩সেপ্টেম্বর)দেশটির সাংবাদিকদের সংগঠন আফগানিস্তান ফেডারেশন অব জার্নালিস্ট এর উপপ্রধান হুজাত উল্লাহ বলেন, এইভাবে যদি আফগানিস্তানের সংবাদমাধ্যম বন্ধ হতে থাকে তাহলে দেশে সংবাদপত্রের স্বাধীনতা,মানুষের মৌলিক অধিকার এবং গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে।  একই কথা বলেন, আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্ট এসোসিয়েশনের মুখপাত্র মাসরুর লুৎফি। তিনি বলেন, মিডিয়াহীন দেশে মানুষের বাক স্বাধীনতা হরণ সহজ।

আরও পড়ুন : আফগানিস্তানে একশ কোটি ডলারের সহায়তার প্রতিশ্রুতি

জুলাই মাসে তালেবানরা আফগানিস্তান দখল করতে শুরু করে এবং গত ১৫আগস্ট রাজধানী কাবুল দখল করে দেশটির নিয়ন্ত্রণে নেয়। সম্প্রতি তত্বাবধায়ক সরকার গঠন করে দেশ পরিচালনা শুরু করেছে।

বিএনএ বাংলা খবর,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ