30 C
আবহাওয়া
৭:০৪ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফিরল 

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফিরল 

রামপাল বিদ্যুৎকেন্দ্র

বিএনএ, বাগেরহাট : ১৬ দিন বন্ধ থাকার পর আবারও চালু হলো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। সোমবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় এ কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। উৎপাদনের সঙ্গে সঙ্গে সেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাক (ডিজিএম) মো. আনোয়ার উল আজিম জানান, সোমবার বিকেল ৩টা থেকে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবার উৎপাদন শুরু হয়েছে । বিকেল থেকে উৎপাদন হচ্ছে ৪শ মেগাওয়াট বিদ্যুৎ। উৎপাদিত এ বিদ্যুৎ এরই মধ্যে যুক্ত হয়েছে জাতীয় গ্রিডে।

কয়লা সংকটে ৩০ জুলাই ভোরে বন্ধ হয়ে যায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। চালুর পর মোট সাতবার বন্ধ হয় এ বিদ্যুৎ কেন্দ্রটি।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ