বিএনএ ডেস্ক: বাংলাদেশের মানুষ ‘বেহেশতে আছে’ এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বলেন, এটি তো কথার কথা। আগামীতে সাবধান হওয়ার কথা জানান তিনি।
রোববার (১৪ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রধানের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বলেন, আমি খোলামেলা মানুষ, শিক্ষক মানুষ। যেটা মনে করি, সেটা বলে ফেলি। দল থেকেও বলেছে দায়িত্বে থেকে আরও দায়িত্বশীল কথা বলার ।
পররাষ্ট্র মন্ত্রী বলেন, দেশে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড আগে হতো, কিন্তু এখন হয় না। বাংলাদেশে পশ্চিমা দেশের মতো সিভিল সোসাইটি নেই। দেশে গণমাধ্যম স্বাধীন বলেও দাবি করেন পররাষ্ট্র মন্ত্রী।
ড. মোমেন জানান, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে আরও সহায়তা করবে জাতিসংঘ। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বলে কিছু নেই। তারা বলে, ১০ বছরে ৭৬ জন নিখোঁজ হয়েছে। কিন্তু গুমের বিষয়ে কোনো পরিবারকে জিজ্ঞেস করলে তথ্য দিতে চায় না। কারণ তারা ভয় পায় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
বিএনএ/এ আর