28 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - জুলাই ২২, ২০২৪
Bnanews24.com
Home » নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ মারা গেছেন

নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ মারা গেছেন

রশীদ

বিএনএ ডেস্ক: নিরাপত্তা বিশ্লেষক এবং অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ক্লাব কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ মারা গেছেন। শুক্রবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এর আগে গুরুতর অসুস্থ হলে আব্দুর রশীদকে সিএমএইচে ভর্তি করা হয়।

জুমার নামাজের পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আর্মি কবরস্থানে তাকে দাফন করা হবে।

পরিবারের সদস্যরা জানান, গত দু’মাস ধরে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর সাবেক এ সেনা কর্মকর্তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ