বিএনএ, ঢাকা : রাজধানীর গুলশান-২ থেকে ইসরাত জাহান মিতু (২৮) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বশুরবাড়ির লোকজন মিতুকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
সোমবার (১৪ জুন) সন্ধ্যায় গুলশান থানার ওসি আবুল হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, খবর পেয়ে গুলশান-২ এর ৬৯ নম্বর সড়কের ৯ নম্বর ভবনের নিচে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ছাদ থেকে পড়ে মারা গেছেন। তারপরও তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিতুর মামা মাসুদ জানান, মিতু ছাদ থেকে পড়ে আত্মহত্যা করতে পারে না। এর পেছনে অবশ্যই পারিবারিক দ্বন্দ্বসহ নানা বিষয় জড়িত। তাকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করছি।
মিতুর স্বামী মো. নাঈম আহমেদ রাতুল আরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তার বাবার নাম ফরিদ আহমেদ ভূঁইয়া তিনি ওই প্রতিষ্ঠানের মালিক। সম্প্রতি স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না মিতুর। শ্বশুরবাড়ির অন্য সদস্যদের সঙ্গেও মনোমালিন্য চলছিল। মিতু তিন সন্তানের মা ছিলেন।
বিএনএনিউজ/ আজিজুল/ এইচ.এম।