29.4 C
আবহাওয়া
১১:১৩ অপরাহ্ণ - মে ১৪, ২০২৫
Bnanews24.com
Home » আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

আইপিএলে দল পেলেন মুস্তাফিজ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : চলমান আইপিএলের মাঝপথে দল পেলেন মোস্তাফিজুর রহমান। আসরের বাকি ম্যাচগুলোর জন্য বাংলাদেশের বাঁহাতি ফাস্ট বোলারকে দলে টেনেছে তার সাবেক ফ্র্যাঞ্চাইজি। ৬ কোটি ভারতীয় রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।

মূলত জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই অজি ওপেনার আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানিয়েছেন।

বুধবার (১৪ মে) বিকেলে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস।

এর আগে ২০২২ ও ২০২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। ২০২২ সালে তিনি ৮টি ম্যাচে ৮টি উইকেট নেন, তার ইকোনমি রেট ছিল ৭.৬২। ২০২৩ সালে তিনি দিল্লির হয়ে ২টি ম্যাচ খেলেন।

আইপিএল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৮টি ম্যাচে অংশ নিয়ে তিনি ৩৮টি উইকেট নিয়েছেন, তার ইকোনমি রেট ৭.৮৪। আইপিএলে তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন এবং ইনিংসের বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে বোলিং করার জন্য পরিচিতি অর্জন করেছেন। সবশেষ আসরে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন তিনি।

বাংলাদেশের হয়ে ১০৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ১৩২টি উইকেট নিয়েছেন, যা তাকে সাদা বলের ক্রিকেটে অন্যতম শীর্ষস্থানীয় বাঁহাতি পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশের ঘরোয়া ও বৈশ্বিক বিভিন্ন টি-টোয়েন্টি লিগ মিলিয়ে তিনি ২৮১টি ম্যাচে ৩৫১টি উইকেট নিয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ