বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে যে পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী রেঞ্জার্স-এর হাতে আটক হওয়া বিএসএফ সদস্য পূর্ণম কুমার সাউ বুধবার সকালে দেশে ফিরেছেন।
সাউ পশ্চিমবঙ্গের বাসিন্দা।
বুধবার সাউ দেশের ফেরার খবরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এক্স-এ লিখেছেন, “বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে মুক্তি দেওয়ার খবর জেনে আমি খুশি। হুগলির রিষড়ায় তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলাম আমি। তার স্ত্রীকে তিনবার ফোন করেছি।“
পহেলগামের ঘটনার পরের দিন, ২৩শে এপ্রিল মি. সাউ পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে প্রহরা দেওয়ার সময়ে ভুল করে পাকিস্তানের মাটিতে চলে গিয়েছিলেন। তখনই তাকে পাকিস্তানের রেঞ্জার্স আটক করে।
বিএসএফ তখন জানিয়েছিল যে ২৩ এপ্রিল তারিখের দুপুরে ভারতীয় কৃষকদের প্রহরার দায়িত্ব ছিল তার। একটি গাছের তলায় ছায়াতে দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনি পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েন। তার সঙ্গে অস্ত্রও ছিল।
তাকে ফেরত আনতে বিএসএফ বার বার পতাকা বৈঠক করছিল, আর তার মধ্যেই ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘর্ষ শুরু হয়ে যায়।
সেই সময়ে সাউকে কীভাবে ফেরানো যাবে, বা আদৌ ফেরত আনা যাবে কী না, তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন তার অন্ত:সত্তা স্ত্রী সহ পুরো পরিবার।
সাউ দেশে ফেরার খবরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তার স্ত্রী রজনী বলেছেন, “আজ সকালেই ফোন এসেছিল যে উনি দেশে চলে এসেছেন এবং সুস্থ আছেন। আমার স্বামী ভিডিও কল করেছিলেন, তিনি সুস্থ সবল আছেন।“
বিএসএফের মুখপাত্র বুধবার জানিয়েছেন নিয়মিত পাকিস্তান রেঞ্জার্স-এর সঙ্গে পতাকা বৈঠক এবং অন্যান্য পথেও আলোচনা চালিয়ে পূর্ণম কুমার সাউকে ফেরত আনা সম্ভব হয়েছে।
এদিন আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে সাউ ভারতে প্রবেশ করেন।
বিএনএনিউজ/এইচ.এম।