বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫ম সমাবর্তনকে ঘিরে সাজ সাজ রব । বর্ণিল সাজে সাজানো হয়েছে দেশের সর্ববৃহৎ এই ক্যাম্পাসকে। একরাশ আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছে গ্র্যজুয়েটরা। দীর্ঘ ৯ বছর অপেক্ষার পর আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হচ্ছে ৫ম সমাবর্তন।
অংশগ্রহণের দিক থেকে দেশের সর্ববৃহৎ এই সমাবর্তনে অংশ নিচ্ছেন প্রায় ২৩ হাজার গ্র্যাজুয়েট। ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে অনার্স, মাস্টার্স এবং ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে এমফিল, পিএইচডি সম্পন্ন করা শিক্ষার্থীরা এবারের সমাবর্তনে অংশগ্রহণ করছেন।
সমাবর্তনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চবির অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে ডক্টর অব লেটারস (ডি-লিট) ডিগ্রি দেওয়া হবে এবার সমাবর্তনে।
এছাড়া সমাবর্তনে অতিথি হিসেবে থাকবেন জ্বালানি উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
চবির কেন্দ্রীয় খেলার মাঠে শেষ হয়েছে বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত প্যান্ডেলের কাজ। অতিথিদের জন্য রাখা হয়েছে পৃথক স্টল, আইসিইউসহ মেডিক্যাল কর্নার ও খাবারের স্টল।
দুপুর পৌনে ২টায় সমাবর্তনের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন উপাচার্য, দুই উপ-উপাচার্য, ইউজিসির চেয়ারম্যান, শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা। অনুষ্ঠান শেষ হবে বিকেল ৪টায়।
শিক্ষার্থীদের জন্য দুপুর ১২টার মধ্যে খাবার সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে। বেলা ১টার মধ্যে কেন্দ্রীয় খেলার মাঠের প্যান্ডেলে প্রবেশ করতে হবে। এরপর থাকছে না প্যান্ডেলে ঢোকার সুযোগ। মূল ভেন্যুতে আমন্ত্রণপত্র ও মোবাইল ফোন ছাড়া অন্য কিছু নেওয়া যাবে না।
বিএনএ/ ওজি/শাম্মী