33 C
আবহাওয়া
৮:১০ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পূর্ব নির্ধারিত সময়সূচিতেই চবিতে ভর্তি পরীক্ষা

পূর্ব নির্ধারিত সময়সূচিতেই চবিতে ভর্তি পরীক্ষা

পূর্ব নির্ধারিত সময়সূচিতেই চবিতে ভর্তি পরীক্ষা

বিএনএ, চট্টগ্রাম: ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সোমবার (১৬ মে) থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪-১৫ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। তবে ১৬ মে থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা পূর্ব-নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

রোববার (১৪ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) দিবাকর বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’ ইউনিটের পূর্ব-নির্ধারিত ১৬ ও ১৭ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য ইউনিটের পূর্ব-নির্ধারিত ভর্তি পরীক্ষাসমূহও যথাসময়ে অনুষ্ঠিত হবে।

এ বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৪১ শিক্ষার্থী। চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে চার হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে আবেদন করেছেন দুই লাখ ৫৬ শিক্ষার্থী।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ