29 C
আবহাওয়া
১২:০৬ অপরাহ্ণ - অক্টোবর ৪, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে সংবাদকর্মী নিহত

কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে সংবাদকর্মী নিহত

guli

বিএনএ, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তের শঙ্কুচাইলে মহিউদ্দিন সরকার নামে এক সংবাদকর্মী চোরাকারবারি গুলিতে নিহত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে সীমান্তবর্তী নগর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ।

মহিউদ্দিনের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামে। সে কুমিল্লার স্থানীয় পত্রিকা দৈনিক কুমিল্লার ডাক এর স্টাফ রিপোর্টার ও আনন্দ টিভি সাবেক বি-পাড়া প্রতিনিধি।

স্থানীয় সাংবাদিক ফারুক আহমেদ জানান, বুড়িচং শঙ্কুচাইল সীমান্তে কুমিল্লার শীর্ষ চোরাকারবারি ‘রাজু গং’-এর এলোপাতাড়ি গুলিতে সাংবাদিক মহিউদ্দিন সরকার নিহত হয়। বর্তমানে সাংবাদিক মহিউদ্দিনের লাশ বুড়িচং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আলমগীর বলেন, ঘটনার বিস্তারিত জানি না। তবে এটুকু জানি গুলিবিদ্ধ হয়ে মহিউদ্দিন মারা গেছেন। তার মরদেহ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমরা বিস্তারিত পরে জানাব।

এদিকে খবর নিয়ে জানা যায়, মহিউদ্দিন সরকার এক সময় আনন্দ টিভির ব্রাহ্মণপাড়া প্রতিনিধি হিসেবে কাজ করতেন৷ পরে কুমিল্লা থেকে প্রকাশিত কুমিল্লার ডাক নামে একটি পত্রিকায় কাজ করতেন। তার বর্তমান পরিচয় সম্পর্কে নানা তথ্য জানা যাচ্ছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ