বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বুকের ব্যাথায় মো. হোসেন (৫৫) নামে এক হাজতি মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এরআগে সকাল ৮টায় কারাগারে থাকা অবস্থায় তার বুকে ব্যাথা অনুভব হয়। বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম।
মো. হোসেন মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গত বছরের ১৬ ডিসেম্বর থেকে চট্টগ্রাম কারাগারের সাঙ্গু ভবনের হাজতি হিসেবে বন্দী ছিলেন। তিনি আনোয়ারা উপজেলার পূর্ব গহিরার আবুল হোসেনের ছেলে।
মো. তারিকুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাঙ্গু ভবনের হাজতি মো. হোসেন বুকে ব্যথা অনুভব করলে তাকে প্রথমে কারা মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এরপর তাকে চমেক হাসপাতালে নিলে ৯টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা সকল আইনগত প্রক্রিয়া মেনে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছি।
বিএনএনিউজ/মনির