28 C
আবহাওয়া
৯:৩৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ২২ হাজার বিক্ষোভকারীকে ইরানের ক্ষমা

২২ হাজার বিক্ষোভকারীকে ইরানের ক্ষমা


বিএনএ, ডেস্ক :সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়া ২২ হাজার বন্দিকে ক্ষমা করেছে ইরান।  সোমবার এ কথা জানিয়েছেন বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি ইজেই।

রাষ্ট্রীয় গণমাধ্যম গত মাসের প্রথম দিকে এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানে ভিন্নমতের বিরুদ্ধে মারাত্মক দমন-পীড়নের সময় বিক্ষোভে গ্রেপ্তার হওয়া কয়েকজনসহ ‘হাজার হাজার’ বন্দিকে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি ক্ষমা করেছেন।

এরই অংশ ‍হিসেবে এখন পর্যন্ত ৮২ হাজার জনকে ক্ষমা করা হয়েছে, যার মধ্যে বিক্ষোভে অংশ নেয়া ২২ হাজার লোক রয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে হিজাববিরোধী আন্দোলনের জন্য ২২ বছর বয়সি মাহসা আমিনি নামের এক কুর্দি তরুণীকে আটক করে দেশটির নীতি পুলিশ। পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে চারদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ ঠেকাতে দমনপীড়ন চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। হাজার হাজার লোককে আটক করা হয়।

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস জানায়, বিক্ষোভ চলাকালে নিরাপত্তাকর্মীরা অন্তত ২০০ জনকে হত্যা করেছেন। শত শত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইরানের মানবাধিকার কর্মীদের মতে, বিক্ষোভ চলাকালীন ১৯ হাজার ৭০০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ