বিএনএ ডেস্ক, ঢাকা: দেশের সংস্কৃতি ও ওটিটি প্লাটফর্মগুলোর সুরক্ষার জন্যই সরকার নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এমন কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে ওটিটি প্রাটফর্মের অংশীজনদের সাথে মতবিনিময়কালে একথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, নীতিমালা তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের সংস্কৃতি ও মূল্যবোধের সাথে সাংঘর্ষিক কিছু যেন ওটিটি প্লাটফর্মে না যায়। নতুন প্রজন্মকে বিপথগামী করতে পারে এমন কিছু যাতে আপলোড না হয়। এছাড়া বিদেশি ওটিটি প্লাটফর্মগুলোর আগ্রাসন থেকে দেশের প্লাটফর্মগুলোকে সুরক্ষা দিতেও এই নীতিমালার প্রয়োজন রয়েছে।
তথ্যমন্ত্রী জানান, সরকার চায়, এই প্লাটফর্মের মাধ্যমে দেশের বিনোদন ও সৃজনশীলতা যেন আরো বিকশিত হয়।
ওটিটি প্লাটফর্ম কোনো রাজনৈতিক বিষয় নয় উল্লেখ করে ড. হাছান বলেন, ‘কেউ কেউ কেন যে এটিকে রাজনীতিতে টেনে আনেন! আশ্চর্যের বিষয়, মির্জা ফখরুল সাহেব ওটিটি প্লাটফর্মকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের সাথে গুলিয়ে ফেলেছেন। হাছান মাহমুদ বলেন, এটিকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করেছেন মির্জা ফখরুল। সবকিছুর মধ্যে রাজনীতি নিয়ে আসা কখনো সমীচীন নয় বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
বিএনএ/ এ আর