34 C
আবহাওয়া
৩:২৩ অপরাহ্ণ - মে ৩০, ২০২৪
Bnanews24.com
Home » আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িবহরে বিক্ষোভকারীদের হামলা

আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়িবহরে বিক্ষোভকারীদের হামলা

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো

বিএনএ, বিশ্ব ডেস্ক : দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত একটি এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভকারীদের হামলার শিকার হন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো। আলবার্তো ফার্নেনদাজকে বহনকারী একটি মিনিবাসে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। দেশটির পাতাগোনিয়া এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে।

জানা যায়, সৃষ্ট দাবানলের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় প্রেসিডেন্ট আলবার্তো ঘটনাস্থল পরিদর্শনে গেলে দক্ষিণাঞ্চলীয় চুবুত প্রদেশে একটি কমিউনিটি সেন্টারের বাইরে থাকা তার গাড়ি ঘিরে ধরে লোকজন। তখন তারা গাড়িতে পাথর ছুড়েছে।

সম্প্রতি চুবুত এলাকায় সরকার পুণরায় খনি খননের পরিকল্পনা করছে সরকার। এর বিরুদ্ধেই বিক্ষোভে নেমেছে ওই এলাকার মানুষ। সরকারের এমন প্রস্তাবে মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ওই এলাকা স্বর্ণ, রুপা এবং ইউরেনিয়ামে সমৃদ্ধ। তাই বিশাল এলাকাজুড়ে পুনরায় খননের পরিকল্পনা করা হচ্ছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ