28 C
আবহাওয়া
১০:৪৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » করোনার ঊর্ধ্বমুখী প্রভাবে মাস্ক পরা নিশ্চিতে ডিসি-ইউএনওদের নির্দেশনা

করোনার ঊর্ধ্বমুখী প্রভাবে মাস্ক পরা নিশ্চিতে ডিসি-ইউএনওদের নির্দেশনা

করোনার ঊর্ধ্বমুখী প্রভাবে মাস্ক পরা নিশ্চিতে ডিসি-ইউএনওদের নির্দেশনা

বিএনএ, ঢাকা : দেশে হঠাৎ করেই করোনার ঊর্ধ্বমুখী প্রভাবে সংক্রমণ প্রতিরোধে সবার মাস্ক পরা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশ দেয়া হয়েছে। শনিবার (১৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি চিঠি পাঠিয়ে এ নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, সম্প্রতি করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পাওয়ায় সর্বক্ষেত্রে সবার মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সবার মাস্ক পরিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মনিটরিং করার জন্য বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওদের অনুরোধ জানানো হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ