29 C
আবহাওয়া
৯:৪০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বসন্ত উৎসব

চবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বসন্ত উৎসব

চবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বসন্ত উৎসব

বিএনএ, চবিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে বসন্ত উৎসব। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১২টায় বিশ্ববিদ্যালয়ের উম্মুক্ত মঞ্চে রাগ বসন্তের মাধ্যমে এ বসন্ত উৎসব উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজউদদৌলা, উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি ইউছুফ মোহাম্মদ, বাচিক শিল্পী রাশেদ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নানা প্রতিকূল অবস্থায় উদীচী শিল্পীগোষ্ঠী বারবার নানা রাজনৈতিক ও সামাজিক হামলার শিকার। কিন্তু বারবাদ নিজের সবকিছু দিয়ে হাতেহাত ধরে সকল আঘাত প্রতিরোধ করেছে সংগঠনটি। একটি দেশকে অসাম্প্রাদায়িক হিসেবে গড়ে তুলতে এরকম হাজারো অনুষ্ঠানের প্রয়োজন। এভাবেই আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে।

উদীচীর কেন্দ্রীয় কমিটির প্রদীপ ঘোষ বলেন, বিখ্যাত শিল্পী হরিপ্রসন্ন পাল, বাদ্য শিল্পী বিনয় বাঁশিকে সঙ্গে নিয়ে চবির বুদ্ধিজীবী চত্ত্বরে প্রথম উদীচীর র‍্যালী করেন। সেইদিন বিপরীত পাশে শিবির- সাথী দাঁড়িয়ে ছিল হামলার প্রস্তুতি নিয়ে। এমন বৈরী পরিস্থিতিই উদীচীর ইতিহাস । সেটি মানুষকে জানতে হবে। বাংলাদেশের সকল আন্দোলনে অগ্রবাহিনী উদীচির শিল্পীরা। পরিশেষে বলতে চাই শীতের আড়ষ্টতা ভেঙে নতুন পাখির বাতাবরণে ক্যাম্পাস উৎসবমুখর হোক।

বিএনএ/ সুমন, এমএফ

Loading


শিরোনাম বিএনএ