34 C
আবহাওয়া
১:২৬ অপরাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » ববিতে আসন ফাঁকা ১৮৯, ভর্তিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ! 

ববিতে আসন ফাঁকা ১৮৯, ভর্তিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ! 

ববির ১৭ শিক্ষার্থী পাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

বিএনএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ১৮৯টি ফাঁকা আসন পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি টেকনিক্যাল কমিটি।

শনিবার (১৪ জানুয়ারি) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ভর্তি টেকনিক্যাল কমিটির এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য আসনে ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ১৫ ও ১৬ জানুয়ারি সকাল ১০:৩০ থেকে বিকাল ৪:০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা আগামী ১৭ জানুয়ারি প্রকাশিত হবে। এছাড়াও নির্বাচিতদের আগামী ১৮ এবং ১৯ জানুয়ারি সকাল ৯:৩০ টা থেকে বিকাল ৪:০০ টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে।

প্রসঙ্গত, ইতোপূর্বে পর পর সাত ধাপে মেধাতালিকা প্রকাশ করে ভর্তি নেওয়ার পরও ১৮৯ আসন শূন্য থাকায় নতুন করে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিএনএ/ রবিউল ইসলাম/এইচ.এম।

Total Viewed and Shared : 115 


শিরোনাম বিএনএ