17 C
আবহাওয়া
৪:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৪
Bnanews24.com
Home » বান্দরবানে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বান্দরবানে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিএনএ, বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার বিজিবি, বিওপি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, নিহত বৃদ্ধার নাম সানোয়ারা বেগম (৬০)। তিনি স্থানীয় ফজল্যা পাড়া গ্রাম প্রধান ফজল করিমের স্ত্রী।

থানচি থানার ওসি ইকবাল হোসেন ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, চালকসহ অপর একজন আরোহীকে নিয়ে মোটরবাইকটি থানচি উপজেলার তমাতুঙ্গী পর্যটন কেন্দ্র থেকে উপজেলা সদরে আসার সময় বৃদ্ধা সানোয়ারা বেগমকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপরে তিনি ছিঁটকে পড়েন। ঘটনার পরপরই স্থানীয়রা বৃদ্ধাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি জানান, স্থানীয়রা তাকে জানিয়েছে- চালক মাতাল অবস্থায় মোটরবাইকটি চালাচ্ছিল। ঘটনাস্থল থেকে চালকসহ মোটরবাইকটি জব্দ ও আরোহীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

বিএনএ/রেহানা

Loading


শিরোনাম বিএনএ