29 C
আবহাওয়া
২:৫৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বিএম কনটেইনার ডিপোতে আবারও আগুন

বিএম কনটেইনার ডিপোতে আবারও আগুন


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের  সীতাকুণ্ডে  বিএম কনটেইনার ডিপোতে আবারও আগুন লেগেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৩টায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ডের কুমিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ মিয়া গণমাধ্যমকে জানান, সোয়া ৩টায় বিএম কনটেইনার ডিপোর ঝুট শেডে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নেভানোর কাজ করছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘বিএম কনটেইনার ডিপোর ঝুট শেডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে পুলিশও ঘটনাস্থলে কাজ করছে।’

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি আ. হামিদ মিয়া জানান, ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে, বিকাল পৌনে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এর আগে গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নেভানোর চেষ্টার মধ্যে ঘণ্টা দুয়েক পর রাসায়নিক ভর্তি কনটেইনারে বিস্ফোরণ ঘটে। এতে নিহত হয় ৫১ জন। আহত হয় প্রায় আড়াই শতাধিক মানুষ।

নগরী থেকে ৩০ কিলোমিটার দূরে সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর গ্রামে বিএম ডিপো নামের ওই কন্টেইনার টার্মিনালে ওইসময় রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। পরে রাসায়নিকের কন্টেইনারে একের পর এক বিকট বিস্ফোরণ ঘটতে থাকলে বহু দূর পর্যন্ত কেঁপে ওঠে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ