20 C
আবহাওয়া
১২:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » টেলিযোগাযোগ মন্ত্রীর সন্তোষ প্রকাশ

টেলিযোগাযোগ মন্ত্রীর সন্তোষ প্রকাশ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টেলিটক বাংলাদেশ লিমিটেড অন্যতম সেরা রাজস্ব প্রদানকারী সম্মাননায় ভূষিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি টেলিটকের চলমান অগ্রগতি আরো বেগবান করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্ত্রী সোমবার(১৩ডিসেম্বর) এক বিবৃতিতে জানান, খুবই আনন্দের বিষয় ২০২০-২১ অর্থ বছরে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড ১৮তম হয়েছে। উক্ত অর্থ বছরে টেলিটক মোট ১৩৭ দশমিক ৩৫ কোটি টাকা ভ্যাট, এসডি, এসসি বাবদ প্রদান করেছে।

উল্লেখ্য এ বছর ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী ৩০টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। টেলিটক বাংলাদেশ লিমিটেড অন্যতম সেরা রাজস্ব প্রদানকারী হিসেবে সম্মাননা লাভ করে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী দেশের সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতেও টেলিটক রাষ্ট্রীয় কোষাগারে আরো বেশি পরিমাণে রাজস্ব প্রদান করতে পারবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Loading


শিরোনাম বিএনএ