28 C
আবহাওয়া
১০:১৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কাশিমপুর কারাগারে ১২০০ হাজতি পেলেন করোনার টিকা

কাশিমপুর কারাগারে ১২০০ হাজতি পেলেন করোনার টিকা

কাশিমপুর কারাগারে ১২০০ হাজতি পেলেন করোনার টিকা

বিএনএ, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ ও পার্ট-২ – এ বিভিন্ন অপরাধে বন্দী প্রায় ১ হাজার ২০০ হাজতিকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টায় প্রথম পর্যায়ে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কাশেমপুর কেন্দ্রীয় কারাগার ১-এর জেলার রিতেশ চাকমা ও কারাগার ২-এর জেলার আবু সায়েম। তারা জানান, টিকা প্রাপ্তদের মধ্যে কারাগার ১-এর বন্দি ৬০০ জন রয়েছেন। বাকি বন্দিরা ২ নম্বর কারাগারের। যে সব বন্দিরা টিকা পেয়েছেন তাদের সবার বয়স ১৮ বছরের বেশি। পর্যাক্রমে বাকি কয়েদি ও হাজতিদের টিকা দেওয়া হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামানসহ কারাগারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

বিএনএ/ রুকন

Loading


শিরোনাম বিএনএ