32 C
আবহাওয়া
৫:৪৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৭, ২০২৩
Bnanews24.com
Home » করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৫

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৫

করোনায় মৃত্যু

বিএনএ, ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮৩ জন। রোববার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৮৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে চার হাজার ১৪টি। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৩ হাজার ৭৬১ জন।

উল্লেখ্য,২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 164 


শিরোনাম বিএনএ