28 C
আবহাওয়া
১০:২৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ থেকে ২৮ লাখ কর্মী নেবে সৌদি

বাংলাদেশ থেকে ২৮ লাখ কর্মী নেবে সৌদি

সৌদি

বিএনএ ডেস্ক: বাংলাদেশ থেকে নতুন করে ২৮ লাখ কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। ঢাকায় সফররত সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এই আগ্রহ দেখান।

শনিবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নিতে পদ্মায় গেলে সৌদি উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। বাংলাদেশ সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। আবদুল মোমেন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক জোরদারে সমর্থনের জন্য সৌদি বাদশাহ, ক্রাউন প্রিন্স এবং সৌদি আরবের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আরও ২৮ লাখ কর্মী নেওয়ার বিষয়ে আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। তাদের সঙ্গে দু’টি চুক্তি সই হয়েছে।’

আবদুল মোমেন বলেন, রোড টু মক্কা চুক্তি অনুযায়ী, এখন দীর্ঘ সময় ধরে ইমিগ্রেশনের কোনো হয়রানি ছাড়াই প্লেন থেকে নেমে হাজিরা মক্কা শরিফে চলে যেতে পারবেন।

দ্বিতীয় চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরবের পুলিশের মধ্যে ট্রেনিং বিনিময় হবে। সৌদি আরবের নারী পুলিশ সদস্যরা বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নেবেন। আরও এদেশের নারী পুলিশ সদস্যরা সৌদি আরব থেকে প্রশিক্ষণ নেবেন।’

বৈঠকে সৌদি উপমন্ত্রী বাংলাদেশের স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে শেখ হাসিনার সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রীকে অভিন্ন পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগিতার জন্য সৌদি আরবের আগ্রহ প্রকাশ করেন দেশটির উপমন্ত্রী।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ