27 C
আবহাওয়া
৭:২৮ পূর্বাহ্ণ - মে ২৯, ২০২৩
Bnanews24.com
Home » ইবিতে বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ইবিতে বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ইবিতে বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

বিএনএ, ইবি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন ফর দি ফিজিক্যাল চ্যালেঞ্জড (বিসিএপিসি) এবং ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এর আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সভাপতি বিসিএপিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তা মাবিলা রহমানের উপস্থাপনায় ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মো. মাকসুদুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, ডা. মো আমিনুল ইসলাম, সহ-সভাপতি বিসিএপিসি।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্ণামেন্ট ১৩ নভেম্বর শনিবার থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে। খেলায় অংশগ্রহণ করবে, গাজীপুর ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টীম, ব্রাহ্মণবাড়িয়া ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টীম, চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টীম, সাতক্ষীরা তুফান ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টীম, দূরন্ত লালমনিরহাট ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টীম।

বিএনএ/ তারিক, এমএফ

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ