27 C
আবহাওয়া
৬:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৪
Bnanews24.com
Home » ঢামেকে দালার চক্রের সদস্য আটক

ঢামেকে দালার চক্রের সদস্য আটক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪২

বিএনএ, ঢাকা : ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতাল থেকে দালাল চক্রের এক সদস্যকে আটক করেছে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে শাহবাগ থানার পুলিশে কাছে হস্তান্তর করা হয়।  বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় আইসিইউর দালাল মো. শরীফকে (৩০) আটক করেন আনসার সদস্যরা।

আনসার কমান্ডার উজ্জ্বল বেপারী জানান, ‘আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকদিন ধরে হাসপাতালে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি দালাল চক্রের বিরুদ্ধে। আমাদের নির্ভরযোগ্য সোর্সের মাধ্যমে জানতে পারি, দালালরা রোগী ভাগিয়ে নিতে জরুরি বিভাগের ৯৮ নম্বর ওয়ার্ডে অবস্থান করছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি, সুমন নামের একটি রোগীকে রাজারবাগ বিএনকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মো. শরীফ। পরে তাকে আটক করে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়ার কাছে সোপর্দ করি।’

অভিযোগ স্বীকার করে শরীফ জানায়, ‘আমি ঢাকা মেডিকেল থেকে রোগী ভাগিয়ে রাজারবাগের বিএনকে আইসিইউ হাসপাতালে পাঠাই। এতে রোগী প্রতি ১ হাজার টাকা কমিশন পাই।

মো. বাচ্চু মিয়া বলেন, ‘আমাদের হাসপাতালের আনসার সদস্যের কমান্ডার (পিসি) উজ্জল বেপারী দালাল শরীফকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি। তারাই এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।’

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ