28 C
আবহাওয়া
৩:০২ পূর্বাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রে ডাকঘর অফিসে বন্দুক হামলা : বন্দুকধারীসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রে ডাকঘর অফিসে বন্দুক হামলা : বন্দুকধারীসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রে ডাকঘর অফিসে বন্দুক হামলা

বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মঙ্গলবার ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তাঁর দুই সহকর্মী নিহত হয়েছে। নিজের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে মারা গেছেন হামলাকারী ব্যক্তি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হচ্ছে, মেমফিসে ইস্ট লামার ক্যারিয়ার এনেক্স কার্যালয়ে সন্দেহভাজন বন্দুকধারী এ হামলা চালায়। এতে সেখানকার দুই কর্মী নিহত হয়। পরে নিজের ছোঁড়া গুলিতে মারা গেছে ওই হামলাকারী।

যুক্তরাষ্ট্রের ডাক পরিদর্শক সুসান লিংক সাংবাদিকদের জানান, হামলার শিকার দুই ব্যক্তি এবং বন্দুকধারী নিজেও ডাক বিভাগেরই কর্মী।

এফবিআইয়ের মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা অ্যানে বলেন, ‘এফবিআই ঘটনাস্থলে কাজ করছে। তারা নিশ্চিত করেছে, ডাক বিভাগের যে তিন কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে, এর মধ্যে হামলাকারীও রয়েছে। নিজের ছোঁড়া গুলিতেই মৃত্যু হয়েছে তাঁর।’

এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।

এদিকে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ‘মেমফিসে ঘটে যাওয়া পরিস্থিতির জন্য ডাক বিভাগ মর্মাহত। ভুক্তভোগীদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের পাশে আছি আমরা।’

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 13 


শিরোনাম বিএনএ