33 C
আবহাওয়া
৪:০০ অপরাহ্ণ - মে ২৮, ২০২৩
Bnanews24.com
Home » ৯ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
চট্টগ্রাম সব খবর

৯ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত


বিএনএ, চট্টগ্রাম :  চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. আলমগীর (৪৫) নামে ডাকাতদলের সদস্য নিহত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) গভীর রাতে বাঁশখালী উপজেলার গণ্ডামারা গ্রামে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তার বিরুদ্ধে নগরীর পাহাড়তলী ও বাঁশখালী থানায়  ৯টি মামলা রয়েছে।

তার বাড়ি বাঁশখালী উপজেলায় বলে জানিয়েছে র‌্যাব। ঘটনাস্থল থেকে চারটি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, দুটি রামদা, একটি ছুরি, ১১ রাউন্ড কার্তুজ ও দুই রাউন্ড খোসা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গণ্ডামারা এলাকায় টহল দিচ্ছিল র‌্যাবের একটি টিম। কিছু দুর্বৃত্ত আকস্মিকভাবে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে  পাল্টা গুলি ছোঁড়েন।

গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিহত ব্যক্তিকে স্থানীয়রা মো. আলমগীর ওরফে আলম ডাকাত হিসেবে শনাক্ত করে। পরে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ