বিএনএ, রাজবাড়ী : রাজবাড়ীর ধাওয়াপাড়া বালুর চাতাল থেকে ট্রাকে বালু ওঠানোর সময় বালুর স্তুপ ভেঙে চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাটের হান্নানের বালুর চাতালে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ীর পাশে রয়েছে ব্যবসায়ী হান্নানের বড় আকারের বালুর চাতাল। ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়। রাত ১১টার দিকে বালুর ডিবি’র (বালুর স্তুপ) উপর থেকে বেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ করেই বালুর স্তুপের উপর থেকে বেকুসহ বালু নিয়ে ওই ট্রাকের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই বালুর চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, বেকু চালক এবং ট্রাক চালকের সহকারি নিহত হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ রেজাউল করিম সরেজমিন সেখানে গিয়ে বিস্তারিত জানানোর কথা বলেছেন।
বিএনএনিউজ/এইচ.এম।
Total Viewed and Shared : 1457