26 C
আবহাওয়া
১০:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » সারা দেশে ৬৩৪ থানার কার্যক্রম চালু

সারা দেশে ৬৩৪ থানার কার্যক্রম চালু

সারা দেশে ৬৩৪ থানার কার্যক্রম চালু

বিএনএ, ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। তবে দেশের বিভিন্ন এলাকায় থানার কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত সারা দেশে ৬৩৪ থানার কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) এক বার্তায় পুলিশ সদর দপ্তর জানায়, সারা দেশে ৬৩৯ থানার মধ্যে ৬৩৪ থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

আরও জানানো হয়, ৫টি থানা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং প্রয়োজনীয় লজিস্টিকস, আসবাবপত্রসহ সকল প্রয়োজনীয় সরঞ্জামাদি ধ্বংসপ্রাপ্ত হওয়ায় থানার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী ২-৩ দিনের মধ্যে এই ৫টি থানারও কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ