22 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » পুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল


বিএনএ ডেস্ক : পুলিশে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দুটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে এসব পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা হয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

এতে বলা হয়, ঢাকা পুলিশ অধদপ্তরের অতিরিক্ত আইজি তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, ঢাকা সিআইডির অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম আরআরএফ-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) শাহজাদা মো. আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, খুলনা ৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. মাসুদ করিমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার, সিলেট ৭ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ফরিদুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীনকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. সাহেদ আল মাসুদকে পুলিশ সুপার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলামকে পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দারকে পুলিশ সুপার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুদকে পুলিশ সুপার সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলামকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খানকে পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব উজ জামানকে পুলিশ সুপার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হককে পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীমকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া রাজশাহী, সারদা, বিপিএর পুলিশ সুপার ফারুক আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার খোন্দকার নজমুল হাসানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়াকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সুফিয়ান আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, খুলনা পিটিসির পুলিশ সুপার মো. ইসরাইল হাওলাদারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, বরিশাল, বিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, রংপুর পিটিসির পুলিশ সুপার আমিনুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হককে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, ঢাকা পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. শাহরিয়ার আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, সিআইডির বিশেষ পুলিশ সুপার রওনক জাহানকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, পিবিআইয়ের পুলিশ সুপার রওনক আলমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে পদোন্নতির পর বদলি করা হয়েছে।

বিএনএ/ রেহানা, ওজি/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ