33 C
আবহাওয়া
৭:২৪ অপরাহ্ণ - মে ১৪, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে প্রতারণার মামলা

চট্টগ্রামে ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে প্রতারণার মামলা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে মোস্তাফিজুর রহমান নামে এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে মামলা করেছে আবদুল্লাহ আল মামুন নামে এক ব্যবসায়ী ।রোববার(১৩ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  কাজী শরিফুল ইসলামের আদালতে  এ মামলা করা হয়।  আদালত পিবিআইকে তদন্ত করে  একমাসের মধ্যে রিপোর্ট দেয়ার আদেশ দেয় ।

মোস্তাফিজুর রহমান  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিক বিভাগে কর্মরত আছেন।

মামলার নথি থেকে জানা গেছে, নগরীর চান্দগাঁওতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আবদুল্লাহ আল মামুন অনলাইন সাইট বিক্রয় ডট কমের মাধ্যমে অটোরিকশা বিক্রির বিজ্ঞাপন দেখতে পান। এ সময় বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে সার্জেন্ট মোস্তাফিজুর রহমান নিজেকে ওই অটোরিকশার মালিক বলে পরিচয় দেন। পরে আবদুল্লাহ আল মামুন অভিযুক্ত সার্জেন্টের হেফাজতে থাকা গাড়িটি দেখার পর পছন্দ হলে ৬ লাখ ৩০ হাজার টাকায় গাড়ির দরদাম ঠিক করেন।

মূল মালিকানার বিষয়ে জানতে চাইলে ওই সার্জেন্ট মো. রুবেল নামে একজনের কাছ থেকে গাড়িটি কিনলেও তাঁর নামে এখনো গাড়িটি স্থানান্তর হয়নি বলে জানান। এ সময় গাড়ি কিনলে আগামী ৩০ দিনের মধ্যে গাড়ির মালিকানার নাম পরিবর্তন করে দেবে বলে জানান সার্জেন্ট মোস্তাফিজুর রহমান। কথামতো আবদুল্লাহ রাজি হন এবং ৬ লাখ ৩০ হাজার টাকা দিয়ে অটোরিকশাটি কেনেন। ১৫ দিন পর গাড়ির মালিকানার নাম পরিবর্তনের কথা বলে অভিযুক্ত পুলিশ সদস্য আরও ১ লাখ টাকা নেন আবদুল্লাহর কাছ থেকে। পরে ত্রিশ দিন পেরিয়ে গেলেও গাড়ির মালিকানার নাম পরিবর্তন না হওয়ায় সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করলে কালক্ষেপণ করতে থাকেন।

এদিকে অটোরিকশাটির ট্যাক্স টোকেন মেয়াদ যাচাই করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এতে গেলে গাড়িটির মালিকানা মিন্টু হাওলাদার নামে আরেকজনের নাম দেখতে পান। এসব দেখে বাদী ওই সার্জেন্টের কাছে অটোরিকশা কেনার টাকা ফেরত চাইলে নানাভাবে কাল ক্ষেপণ করার পাশাপাশি তাঁকে প্রাণনাশের হুমকিও দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এনামুল হক বিষয়টি করে জানান, অভিযুক্ত পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ