বিএনএ, ইবি : গুচ্ছ পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ৮টি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের উপস্থিতি প্রায় শতভাগ। কেন্দ্রটিতে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিলো ৭ হাজার ৫৮৫জন।
এ সময় ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, ‘বি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম. আলী হাসানসহ প্রমুখ। প্রতিবারের ন্যায় এবছরও ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে কুষ্টিয়া-ঝিনাইদাহ পুলিশ প্রশাসনের সহযোগিতায় কঠোর নিরাপত্তার উদ্দ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি জালিয়াতি বা ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো অনিয়ম রোধে ভ্রাম্যমাণ ম্যাজিস্টেট নিয়োজিত থাকতে দেখা গেছে। এছাড়াও শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, রোভার স্কাউটস ও বিএনসিসির সদস্যরা।
এদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য জয় বাংলা বাইক সার্ভিস, সুপেয় পানি পান, মাস্ক বিতরণ ও অভিভাবক কর্ণার’সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে ইবি শাখা ছাত্রলীগ। এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য অভিভাবক কর্ণার করে বিভিন্ন সেবা প্রদান করেন ইবি ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন’সহ বিভিন্ন সংগঠন। পরে পরীক্ষা শেষে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগ ও প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা।
ইবি কেন্দ্রে ‘বি’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান বলেন, ‘বি ইউনিটের ভর্তি পরীক্ষায় কোনো রকম অপ্রীতিকর কিছু ঘটার অভিযোগ পায়নি, সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। যারা সার্বিক সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 17