21 C
আবহাওয়া
৯:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জলবায়ু সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন: অর্থপ্রতিমন্ত্রী

জলবায়ু সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন: অর্থপ্রতিমন্ত্রী


বিএনএ, চট্টগ্রাম: বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, বর্তমানে আমাদের পৃথিবী পরিবেশ ও জলবায়ু চরম হুমকির মুখে পড়েছে। এর উত্তরণের জন্য সচেতনতা ও বৃক্ষ রোপণের বিকল্প নাই। তাই আমাদের প্রধানমন্ত্রী দেশে যে জলবায়ু সংকট দেখা দিয়েছে সেই বিষয়টা চিন্তা করে বৃক্ষ রোপণ কর্মসূচী বিষয়টা জোরদার করেন। এমনকি দেশের সর্বোচ্চ জায়গা সংসদ ভবনেও বৃক্ষ রোপণ করা হয় ।

শনিবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ মাঠে ব্র্যাকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

ওয়াসিকা আয়শা খান বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানের কথা উল্লেখ করে বলেন, এই জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫০ বছর আগে বৃক্ষ রোপণের কথা চিন্তা করেছিলেন। তিনি বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন। এমনকি তিনি কারাগারে যখন বন্দি ছিলেন তখন কারাগারে কামিনী ফুল গাছের চারা রোপন করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা শুধু বৃক্ষ রোপণ করলে হবে না। আমরা যে বৃক্ষ রোপণ করি তা রক্ষায় যত্ন নিতে হবে। বিশেষ করে আমাদের উপকূলীয় এলাকায় বৃক্ষ রোপণের উপর জোর দিব। যাতে দুর্যোগে এই বৃক্ষ আমাদের দুর্যোগ থেকে রক্ষা করবে। এই বৃক্ষ রোপণে জলবায়ু সংকট মোকাবিলায় সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

“সবুজে সাজাই দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের পক্ষ থেকে আনোয়ারায় বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম ব্র্যাক জেলা সমন্বয়ক মো ইনামুল হাসানের সঞ্চলনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমনের সভাপতিত্বে এই গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান এড. চুমকি চৌধুরী, অর্থপ্রতিমন্ত্রীর একান্ত সহকারী নাজিম উদ্দীন ছোটনসহ বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্র্যাকের পক্ষ থেকে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সম্মানিত উর্ধ্বতন পরিচালক অরিঞ্জয় ধর, সহযোগী পরিচালক মোঃ বেলায়েত হোসেন ও ডেপুটি প্রোগ্রাম হেড জনাব মোঃ আলাউদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ব্র্যাকের পক্ষ থেকে “সবুজে সাজাই দেশ” এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১০ হাজার গাছের চারা বিতরণ করেন। সমগ্র বাংলাদেশে পরিবেশ রক্ষায় ব্র্যাক কর্তৃক ১০ লক্ষ ফলজ , বনজ ও ঔষধি গাছ রোপণের লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানায় ব্র্যাক।

বিএনএনিউজ /নাবিদ/রেহানা/এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ