31 C
আবহাওয়া
২:১৫ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৪
Bnanews24.com
Home » শিক্ষার্থীর পর শিশুকে পিষে মারলো ভিক্টর বাস

শিক্ষার্থীর পর শিশুকে পিষে মারলো ভিক্টর বাস


বিএনএ, ঢাকা: রাজধানীর রামপুরায় রাস্তা পার হওয়ার সময় ভিক্টর ক্ল্যাসিক বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বাসটি ওই শিক্ষার্থীকে ধাক্কা দিয়ে পালানোর জন্য তড়িঘড়ি করে হাতিরঝিল সড়কে ঢুকে পড়ে এবং সেখানে এক শিশুকে চাপা দেয়। এতে ওই শিশুটিরও মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রামপুরা ব্রিজ ও হাতিরঝিল সড়কে এ কাণ্ড ঘটায় ভিক্টর পরিবহনের একটি বাস।

নিহত জাহিদের বড় ভাই ইমরান জানান, তার ভাই চীনের বেসরকারি নর্থ ইলেকট্রনিক পাওয়ার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। সম্প্রতি দেশে এসেছে সে। রামপুরা ব্রিজের সামনে রাস্তা পার হওয়ার সময় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস আমার ভাইকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে রামপুরা ব্রিজের সামনে ওই শিক্ষার্থীকে চাপা দেওয়ার পর দ্রুত পালিয়ে যাওয়ার জন্য হাতিরঝিল সড়কে ঢুকে পড়ার পর বাসটি এক ভিক্ষুক নারীর শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটিও নিহত হয়।

দুইজন নিহতের ঘটনা নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘হাতিরঝিল থানার মধ্যে দুর্ঘটনা হয়েছে। এ সময় এক শিক্ষার্থী ও শিশু নিহত হয়েছে বলে আমি শুনেছি।’

পরে হাতিরঝিল থানার এসআই মিজানুর রহমান ঘটনাস্থল থেকে বলেন, ‘ভিক্টর পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলার সময় এক শিক্ষার্থীকে চাপা দেয়। এ সময় শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যান। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় এক শিশুকে চাপা দেয় বাসটি। দ্রুত উদ্ধার করে শিশুটিকেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

এসআই মিজানুর আরও বলেন, ‘দুর্ঘটনার পর বাসটির চালককে আটক করা হয়েছে। তবে হেলপার পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।’

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ