16 C
আবহাওয়া
৯:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত

বিএনএ, সুনামগঞ্জ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৩৫) নামে সুনামগঞ্জের দোয়ারাবাজারের এক যুবক নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১২ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত আলী হোসেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তিংঙ্গেরগাঁও গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে। তার স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো বড় ভাই জুবায়ের আহমদ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৫ বছর আগে সৌদি আরবে যান আলী হোসেন। ৫ বছরের প্রবাস জীবনে দুইবার বাড়িতে এসেছেন। সর্বশেষ গত মার্চ মাসের দিকে ছুটি কাটিয়ে সৌদি আরবে ফিরে যান তিনি। সেখানে কৃষি কাজ করতেন। গত বুধবার সন্ধ্যায় ভিসার মেয়াদ বাড়াতে মোটরসাইকেল ড্রাইভ করে নির্ধারিত অফিসে যাওয়ার সময় পথে একটি প্রাইভেটকার আলী হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ