23 C
আবহাওয়া
১২:০২ পূর্বাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » ওয়ানডে বোলিংয়ে সেরা দশে ফিরলেন সাকিব

ওয়ানডে বোলিংয়ে সেরা দশে ফিরলেন সাকিব


বিএনএ, স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে  বোলিং র‌্যাংকিং তালিকার শীর্ষ দশে ফিরলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৪ উইকেট নেন সাকিব। এমন পারফরমেন্সের সুবাদে তিন ধাপ এগিয়ে ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে দশমস্থানে উঠে এসেছেন সাকিব।

বুধবার (১২ জুলাই) বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। সেখানে সেরা দশে আছেন সাকিব। ৩৭১ রেটিং নিয়ে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে রয়েছেন তিনি।

সিরিজে দুই ম্যাচ খেলে ৩ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। পাঁচ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

সিরিজের শেষ ম্যাচে খেলার সুযোগ পেয়ে ৩৩ রানে ২ উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। নয় ধাপ এগিয়ে ৫৬তম স্থানে উঠেছেন তিনি।

প্রথম দুই ম্যাচে খেলার সুযোগ না পেলেও সিরিজের শেষ ওয়ানডেতে ৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। দুর্দান্ত বোলিং পারফরমেন্সের পরও র‌্যাংকিংয়ে শীর্ষ ১শতে প্রবেশ করতে পারেননি তিনি। ১০৪ নম্বরে আছেন শরিফুল। শরিফুলের বোলিং নৈপুন্যে শেষ ম্যাচ জিতে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জা এড়ায় বাংলাদেশ। ২-১ ব্যবধাানে সিরিজ হারে টাইগাররা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নেন আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি। সিরিজ সেরা ফারুকি ৫৮ ধাপ এগিয়ে ৩৩তমস্থানে উঠেছেন। প্রথম দুই ম্যাচ খেলে ৪ উইকেট নেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। তিন ধাপ এগিয়ে চতুর্থস্থানে উঠেছেন তিনি। সিরিজের শেষ ম্যাচে বিশ্রামে রাখা হয় রশিদকে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। ১১ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে ১৬তম স্থানে উঠেছেন জাদরান। ৪৫ ধাপ এগিয়ে ৪৫তম স্থানে উঠেছেন গুরবাজ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সফল না হলেও শেষ ওয়ানডেতে অপরাজিত ৫৩ রান করেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তিন ধাপ এগিয়ে ৩৮তমস্থানে আছেন লিটন। ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

চলমান অ্যাশেজে তৃতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৩৯ ও ৭৭ রান করেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিং দুই নম্বরে জায়গা করে নিয়েছেন হেড। তার রেটিং পয়েন্ট এখন ৮৭৪। শীর্ষে থাকা নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের সাথে হেডের রেটিং ব্যবধান ৯। উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮৮৩।

তৃতীয়স্থানে আছেন পাকিস্তানের বাবর আজম। চতুর্থ ও পঞ্চমস্থানে আছেন যথাক্রমে- অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন।

লিডস টেস্টে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন হ্যারি ব্রুক। দ্বিতীয় ইনিংসে ৭৫ রান করে ইংলিশদের ৩ উইকেটের জয়ে গুরুত্বপুর্ন অবদান  রাখেন   ব্রুক। ঐ টেস্টে ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড ৫ উইকেট, ম্যাচ সেরা মার্ক উড ৭ উইকেট নেন। ব্রড চার ধাপ এগিয়ে ষষ্ঠস্থানে এবং উড নয় ধাপ এগিয়ে ২৬তমস্থানে আছেন উড।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ