বিএনএ, চট্টগ্রাম : ফটিকছড়িতে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।বুধবার(১৩ জুলাই)উপজেলার লেলাং ইউনিয়নের ৮ নং ওয়ার্ড দক্ষিণ গোপাল ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।দুই ভাই বোনের নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক(৯) ও উম্মে হাবিবা(৭) । তারা উভয়ে উক্ত এলাকার মোহাম্মদ লোকমানের সন্তান।
এলাকার বাসিন্দা হাফেজ মোহাম্মদ জামশেদ জানান, বাড়ি থেকে কিছুটা দূরবর্তী বিলের মাঝে দুই ভাইবোনকে গরু চড়াতে দিয়ে দেখেতে বলে তাদের পিতা কাজে যায়। কিছুক্ষণ পর এসে দেখে তারা সেখানে নাই। এক পর্যায়ে খোঁজাখুজিঁর সময় বিলের মাঝে গর্তের পানিতে স্থানীয় ভাষায় হাডিতে তাদের দুজনের মরদেহ ভাসতে দেখা যায়। ।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইফতেহার উদ্দিন মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিএনএ/ ওজি
Total Viewed and Shared : 137