34 C
আবহাওয়া
৯:০১ অপরাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ঈদযাত্রায় সড়কে তিন দিনে ২৭ জনের প্রাণহানি

ঈদযাত্রায় সড়কে তিন দিনে ২৭ জনের প্রাণহানি

দুর্ঘটনা

বিএনএ, ঢাকা: ঈদুল আজহার তিন দিনে (গত শনিবার থেকে সোমবার পর্যন্ত) দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন শতাধিক মানুষ। বাস, ট্রেন ও মোটরসাইকেলে এসব দুর্ঘটনা ঘটে।

শনিবার (৯ জুলাই) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী মালেকা চক্ষু হাসপাতালের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে মাহিন্দ্রের ধাক্কায় মো. আব্দুল ওদুদ শেখ (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় মাহিন্দ্রতে থাকা শিশুসহ ৭ জন আহত হয়েছেন।

নিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। নিহত তিনজনের বাড়ি শরীয়তপুরে। তাদের মধ্যে একজনের নাম হাফিজ। বাকি দুজনের নাম জানা সম্ভব হয়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুস সাকিব।

সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাইয়ারদিঘীর পাড় এলাকায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত হয়েছেন ছয় জন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

পুলিশ জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের পর একটি বাস উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃুত্যু হয়। নিহতরা সিএনজির যাত্রী ছিলেন। এছাড়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের বেশিরভাগই বাস যাত্রী ছিলেন।

সোমবার(১১ জুলাই) সকাল ১০ টার দিকে চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কের পাইরাং এলাকায় কোষ্টার (বাস) সিএনজি সংঘর্ষে ১ জন নিহত,৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১ জনকে আশংকাজনক অবস্থায় চমেকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার লাকসামে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মেহেদী হাসান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১১ জুলাই) দুপুরে উপজেলার দৌলতগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মেহেদী হাসান ফেনীর সদর উপজেলার দেবীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন আরোহী। সোমবার (১১ জুলাই) দুপুরে ও ঈদের দিন রাতে ঢাকা-পাটুরিয়া মহাসড়ক ও সিংগাইর-হেয়ামেয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার চরগেন্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল আমিন (৪৫), ধামরাই উপজেলার টুপের বাড়ি এলাকার জুবায়ের(১৪) এবং সিংগাইর উপজেলার চর নয়াডিঙ্গী গ্রামের আব্দুল লতিফের ছেলে হাজি মিয়া(২৬)।দুর্ঘটনায় আহত তিন আরোহীকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকা ও বেজগাঁও যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলমগীর আলম (৩৮) ও মো. সুমন (১৫)।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পারভেজ শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার ঈদের দিন সকালে উপজেলার মাঝখান্দি- ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু মুসা (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএডিসি কৃষি ফার্মে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু মুসা পাংশা পৌরসভার নারায়ণপুর কলেজপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ও পাংশা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

ভোলার দৌলতখানে সড়ক দুর্ঘটনায় ইমাম হোসেন বাহাদুর (৩২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। রোববার রাত ৮টায় দৌলতখান-বাংলাবাজার সড়কের মিয়ারহাট বাজারের পূর্বপাশে পন্ডিত বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালের উজিরপুরে বাসের চাপায় মো. আলমগীর হাওলাদার (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় হাবিবুর রহমান (৪১) নামের এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১১ জুলাই) দুপুরে সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের জামতলিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক সুদেব চন্দ্র (২৩) আহত হয়েছেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ