28 C
আবহাওয়া
১১:২৩ অপরাহ্ণ - জুলাই ২২, ২০২৪
Bnanews24.com
Home » কৃষি গবেষণা কেন্দ্রের জঙ্গলে শ্রমিকের মরদেহ উদ্ধার

কৃষি গবেষণা কেন্দ্রের জঙ্গলে শ্রমিকের মরদেহ উদ্ধার

কৃষি গবেষণা কেন্দ্রের জঙ্গলে শ্রমিকের মরদেহ উদ্ধার

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির রামগড় উপজেলার পাহাড়ঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের জঙ্গল থেকে আবু মিয়া (৫৭) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ৯টার দিকে টাওয়ার টিলা নামকস্থান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আবু মিয়া রামগড় উপজেলার ১নং ইউনিয়নের ৪নং ওয়ার্ড নুরপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু মিয়া গতকাল বুধবার সকাল ১০টা থেকে টাওয়ার টিলা পোষ্টে ডিউটি শুরু করেন এবং সন্ধ্যা ৬টা পযর্ন্ত ডিউটিতে থাকার কথা ছিলো। কিন্তু সে দুপুরের পর ডিউটিরত অবস্থায় নিখোঁজ হন। তার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাগান কর্তৃপক্ষ খোঁজাখুঁজি শুরু করে এবং পরবর্তীতে মরদেহ পাওয়া যায়। সে দীর্ঘদিন যাবত কৃষি গবেষণায় নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

রামগড় থানার উপপরিদর্শক (এসআই ) মহসিন মোস্তফা জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ আনোয়ার/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ