28 C
আবহাওয়া
১২:১৩ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্ব ক্রিকেটাঙ্গনে কড়া সমালোচনায় সাকিব

বিশ্ব ক্রিকেটাঙ্গনে কড়া সমালোচনায় সাকিব

সাকিব

বিএনএ,স্পোর্টস ডেস্ক: দেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসান। তা অনেকবার নিজ কর্মকাণ্ডে বুঝিয়ে দিয়েছেন সাকিব। তবে সাকিবের পরিধি যে বিশ্বব্যাপি তা বুঝি আবার নতুন করে জানলো দেশের শত শত ক্রিকেটভক্ত। শুক্রবার (১১ জুন) সাকিবের ‘লাথি মেরে স্ট্যাম্প ভাঙা’ ঘটনার পর তার সমালোচনায় নেমেছে বিশ্ব ক্রিকেটের অনেক তারকা।

সাকিবের এই আচরণে দেশজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। দেশের কেউ কেউ সাকিবের এমন আচরণকে প্রতিবাদ স্বরূপ নিলেও অনেকে আবার বলছেন প্রতিবাদের ভাষা এমন হয়না। অন্যভাবেও নিজের প্রতিবাদকে তুলে ধরতে পারতেন সাকিব। যেমনটা করেছিলেন নিদহাস ট্রফিতে। সাকিব যে একজন প্রতিবাদী মানুষ এ কথা দেশের ক্রিকেটে নতুন নয়। তবে সাকিবের মতো বড় একটা চরিত্রের সাথে এমন বাজে উদাহরণ যেন কোনোভাবেই শোভা পায় না। আর সাকিবের এমন আচরণকে সহজভাবে নিতে পারেনি বিশ্ব ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট অনেক মানুষ।

ভারতের সাবেক খেলোয়াড় ভিরেন্দার শেবাগ তো সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে খোঁচা মেরেই দিয়েছেন পোস্ট। সাকিবের সেই ঘটনার একটি ভিডিওকে রিটুইট করে প্রধানমন্ত্রীর সাথে সাকিবের একটি ছবি পোস্ট করে শেবাগ মন খারাপের ইমোজি দিয়েছেন। পরে কমেন্ট বক্সে লিখেছেন এটা অপ্রত্যাশিত।

সাকিবের কড়া সমালোচনা করে ভারতের আরেক সাবেক ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ লিখেন, ‘ক্রোধ নিরর্থক, অত্যাধিক ক্রোধ ধ্বংসাত্মক। সাকিবের মতো অসাধারণ সামর্থবান একজন ক্রিকেটারের কাছে এমন আচরণ সত্যি নিন্দনীয়। বিশ্বকাপে অসাধারণ খেলার পর ২ বছরের জন্য নিষিদ্ধ হোন। অসাধারণ একজন খেলোয়াড়ের এমন বাজে দৃষ্টান্ত স্থাপন করতে দেখা সত্যি আফসোসের।’

আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সম্বোধন করে ভারতীয় ক্রীড়া সাংবাদিক আনন্দ দতলা লিখেছেন, ‘তাকে সবধরণের ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা উচিৎ। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের রাস্তার ক্রিকেটেও এমন ঘটনা দেখা যায় না।’

এদিকে মাঠে নিজের অসদাচরণের জন্য খেলার পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন সাকিব। তিনি লিখেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, নিজের মেজাজ হারানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সঙ্গে ম্যাচের আবহ নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি। বিশেষ করে যারা বাড়িতে বসে খেলা দেখছেন। আমার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত এ রকম হয়ে যায়। এই মানবিক ভুলের কারণে আমি দল, ম্যানেজমেন্ট ও টুর্নামেন্টের কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আর এমনটা হবে না। ধন্যবাদ, সবার জন্য ভালোবাসা।’

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ