বিএনএ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে বালতির পানিতে ডুবে মরিয়ম নামে ১১ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার পশ্চিম উজানচর রিয়াজুদ্দিন পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু মরিয়ম ওই এলাকার কৃষক এরশাদ মোল্লা ও শারমিন বেগম দম্পতির মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটিকে উঠানে রেখে তার বাবা-মা বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন। খেলতে খেলতে শিশুটি বাড়ির ভেতরে চলে যায়। কিছু সময় পর বাবা-মা বাড়িতে ফিরে মরিয়মকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টার দিকে টিউবওয়েলের পাশে রাখা একটি পানিভর্তি প্লাস্টিকের বালতির মধ্যে শিশুটিকে দেখতে পান মা-বাবা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, শিশু মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।