30 C
আবহাওয়া
৮:০৬ পূর্বাহ্ণ - মে ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

চট্টগ্রামে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

চট্টগ্রামে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে অপহৃত ৯ বছরের শিশু কন্যাকে উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনায় জড়িত মূল আসামি জামাল মাতবরকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) রাত ১১টায় ঢাকার মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়,খালেদা বেগম থাকেন চট্টগ্রামে। গতকাল বিকাল ৩ টায় তার বাবা শব্বত আলী সুনামগঞ্জ থেকে তার মেয়েকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছান। নামার পর মোবাইলে চার্জ না থাকায় তিনি জামাল মাতবরের মোবাইল চার্জারের জন্য সাহায্য চান। এসময় জামাল তাকে নিয়ে নুপুর মার্কেটে একটি ফোন সার্ভিসিংয়ের দোকানে নিয়ে গিয়ে কৌশলে তার নাতনিকে নিয়ে চলে যান। এরপর তিনি চারিদিকে খুঁজে না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন এবং অপহৃত ওই শিশুকে উদ্ধার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ নাবিদ

 

 

Loading


শিরোনাম বিএনএ