27 C
আবহাওয়া
১২:৪৮ পূর্বাহ্ণ - জুন ১০, ২০২৩
Bnanews24.com
Home » ইসরায়েলি ধ্বংসযজ্ঞ: জাতিসংঘের বিবৃতি আটকে দিল যুক্তরাষ্ট্র

ইসরায়েলি ধ্বংসযজ্ঞ: জাতিসংঘের বিবৃতি আটকে দিল যুক্তরাষ্ট্র

ইসরায়েলি ধ্বংসযজ্ঞ- জাতিসংঘের বিবৃতি আটকে দিল যুক্তরাষ্ট্র

বিএনএ, বিশ্বডেস্ক :গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার মুখে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরেকটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু দখলদার দেশটির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের বিরোধিতায় বুধবারের (১২ মে) এ বৈঠক থেকে কোনো বিবৃতি দেওয়া সম্ভব হয়নি।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়, হামাস-ইসরায়েল উত্তেজনা নিরসনে একটি যৌথ ঘোষণার পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৪টিই একমত হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেন, উদ্বেগ দেখানোর জন্য নিরাপত্তা পরিষদের বৈঠককেই যথেষ্ট বলে মনে করছে যুক্তরাষ্ট্র। কোনো বিবৃতিতে উত্তেজনা কমবে বলে তারা মনে করে না।

আরেকটি সূত্র জানায়, উত্তেজনা কমিয়ে আনতে নেপথ্যে থেকে সবপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় নিরাপত্তা পরিষদের বিবৃতি বিপরীত ফল নিয়ে আসতে পারে।

বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 113 


শিরোনাম বিএনএ