বিএনএ, ঢাকা: দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগমকে দলের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। তিনি যশোর জেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক।
একইসঙ্গে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দলের জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনএনিউজ/ বিএম/শাম্মী