17 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » চাকরি ফিরে পেতে হাইকোর্টে দুদক শরীফের রিট

চাকরি ফিরে পেতে হাইকোর্টে দুদক শরীফের রিট

দুদক শরীফ

বিএনএ, ঢাকা: চাকরি ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত উপ-সহকারি পরিচালক শরীফ উদ্দীন। রিটে দুর্নীতি দমন কমিশনকে বিবাদী করা হয়েছে।

রোববার (১৩ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট সালাউদ্দিন দুলন চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের পক্ষে এ রিট দায়ের করেন। আগামী মঙ্গলবার রিট পিটিশনের শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।

রিট আবেদনের বিষয়টি নিশ্চিত করেন শরীফ উদ্দিন নিজেই। শরীফ বলেন, দুদক থেকে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে, এই বিষয়ে আইনজীবীর মাধ্যমে চাকরি ফিরে পেতে আজ রিট আবেদিন করেছি। আমি আশা করি আদালত আমার প্রতি ন্যায় বিচার করবেন।

আইনজীবী মোহাম্মদ ইশতিয়াক বলেন, ‘দুদক কর্মকর্তার চাকরি ফিরে পেতে রিট আবেদন করা হয়েছে। এই আবেদনটি শুনানির জন্য আগামীকাল (১৪ মার্চ) আদালতে যাব। আদালত চাইলে বা গুরুত্ব বিবেচনায় কাল শুনানি হতে পারে।’

এর আগে চাকরিতে পুনর্বহালের জন্য দুদকে রিভিউ আবেদন করেছিলেন শরীফ উদ্দিন। ২৭ ফেব্রুয়ারি দুদকের চেয়ারম্যান বরাবর তিনি এ আবেদন করেন।

১৬ ফেব্রুয়ারি দুদকের ৫৪(২) ধারায় চাকরিচ্যুত করা হয় শরীফ উদ্দিনকে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ সই করা আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন (উপ-সহকারী পরিচালক) দুদক, সমন্বিত জেলা কার্যক্রম, পটুয়াখালীকে চাকরি থেকে অপসারণ করা হলো।

এরপর এ ঘটনার প্রতিবাদে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেন শরীফ উদ্দিনের সহকর্মীরা। পরে তারা ৫৪(২) ধারা বাতিলের দাবিতে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠন করেন।

এছাড়া শরীফ উদ্দিনকে অপসারণ করায় হাইকোর্টে চিঠি ও রিট করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। ওই রিটের বিষয়ে আদেশ দেওয়ার জন্যে ১৫ মার্চ পরবর্তী দিন ঠিক করেন হাইকোর্ট।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত