বিএনএ ডেস্ক : আগামী সপ্তাহের মধ্যে মশার প্রাদুর্ভাব নির্মূল করা হবে বলেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।শনিবার (১৩ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শ্রদ্ধা জানানোর পর বেদীর পাশে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে মেয়র শেখ ফজলে নুর তাপস ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর সঙ্গে নিহত শহীদদের রূহের মাগফেরাত কামনা করেন।
তিনি বলেন, গত জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মশারি ছাড়াই মানুষ ঘুমাতে পেরেছেন। মাঝে কিছুটা কিউলেক্স মশার আক্রমণ বেড়েছিল। বর্তমানে তা সহনীয় পর্যায়ে রয়েছে।’
মেয়র বলেন, ‘ঢাকার জলাবদ্ধতা দূর করতে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। ঢাকা সিটির মধ্যে বিভিন্ন খাল, নর্দমা ও জলাশয় পরিষ্কার করা হচ্ছে। এসব কাজ শেষ হলে আমরা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাব। একই সাথে ঢাকাকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর, সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনএ/ওজি
Total Viewed and Shared : 130